Home National বদলি হওয়া শিক্ষকদের কাজে যোগ দিতে নির্দেশ

বদলি হওয়া শিক্ষকদের কাজে যোগ দিতে নির্দেশ

59
0

নয়াদিল্লি: মাধ্যমিকস্তরের সহকারী শিক্ষক মামলায় বদলি হওয়াদের আপাতত কোনও সুরাহা হল না। কাজে যোগ দিতেই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে জানিয়ে দিল, শিক্ষকদের অনিচ্ছা সত্ত্বেও রাজ্য সরকার যেভাবে দূরদূরান্তে  বদলি করছে, তা বিস্তারিতভাবে শুনানির প্রয়োজন। এপ্রিল মাসে শুনানি হবে। তবে ততদিন পর্যন্ত নতুন করে কাউকে দূরে বদলি করা যাবে না। এই মামলায় বিবাদী হওয়া সত্ত্বেও কেন কোনও বক্তব্য জানায়নি মাধ্যমিক শিক্ষা পর্ষদ? জানতে চাইল সুপ্রিম কোর্ট। অবিলম্বে তাদের লিখিত বক্তব্য জানানোরও নির্দেশ দিল বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ।

Previous articleভাইদের দিয়ে স্ত্রীকে ধর্ষণ ও খুন, ফেরার স্বামী
Next articleফাঁস ২ হাজার ৬০০ কোটি স্পর্শকাতর তথ্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here