বজবজ: বজবজে শ্যুটআউট কাণ্ডে মূল অভিযুক্ত শোভরাজ গাজি ও তার সাগরেদ তোয়েব শেখকে গ্রেপ্তার করল ডায়মন্ডহারবার পুলিস জেলার বিশেষ টিম। বৃহস্পতিবার দুপুরে আসানসোল থেকে ওই দু’জনকে পাকড়াও করা হয়েছে বলে পুলিস সুপার রাহুল গোস্বামী জানান। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। তবে শ্যুটআউটের সময় এই আগ্নেয়াস্ত্রটি ব্যবহার হয়েছিল কি না, তা নিশ্চিত হতে পারেনি পুলিস। পুলিস সুপার বলেন, এ ব্যাপারে তল্লাশি এখনও চলছে। আরও কয়েকটি আগ্নেয়াস্ত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর বেশি এখন কিছু বলা যাবে না।