আছেন রাজীব, রবীন্দ্রনাথ ও অশোক লাহিড়ী
নতুন দিল্লি: পশ্চিমবঙ্গে তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচনে আরও ৬৫ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। আজ ১৪ মার্চ রবিবার দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা সংবাদ মাধ্যমকে জানান। এই দুই দফায় উল্লেখযোগ্য প্রার্থীদের তালিকায় আছেন অর্থনীতিবিদ অশোক লাহিড়ী, মমতার সরকারে সদ্য পদত্যাগ করা গুরুত্বপূর্ণ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক ও কৃষি মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্যও। এদের মধ্যে অশোক লাহিড়ীকে আলিপুরদুয়ার, রাজীবকে ডোমজুড় এবং রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সিঙ্গুরের প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।