বগটুই কাণ্ডে বিস্ফোরক আনারুল

    238
    0

    নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৪ জুলাই: এবার আসল অপরাধীদের বিরুদ্ধে তোপ দাগলেন বগটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আনারুল ইসলাম। হত্যাকান্ডের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেপ্তার করা হয় আনারুল ইসলামকে। তারপর CBI তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। কিন্তু প্রথম থেকেই আনারুল দাবি করে আসছেন, তিনি নির্দোষ। যদিও তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে যান। আজ তাঁকে রামপুরহাট থেকে সিউড়ি জেলে নিয়ে যাওয়ার সময় তিনি আবার বলেন, তিনি নির্দোষ। তাকে ফাঁসানো হয়েছে। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন CBI যদি জানতে চায় তাহলে তিনি সব খুলে বলবেন এবং সবার নাম বলবেন। এই ঘটনার পর নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তাহলে কি এর পিছনে বড় কোনও মাথা লুকিয়ে আছে? শুরু হয়েছে জল্পনা।

    Previous articleনূপুর শর্মাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানালেন মমতা
    Next articleহোটেল, রেস্তোঁরার বিলে ডিফল্ট পরিষেবা চার্জ নয়

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here