নিজস্ব সংবাদদাতা, বীরভূম: বীরভূমের বক্রেশ্বরে রবিবার দুপুরে একটি ফ্রি মেডিকেল চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়। শ্রী উত্তম গিরি ফাউন্ডেশনের উদ্যোগ ও সহযোগিতায় এই মেডিক্যাল চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়। রোগী দেখার জন্য এই ক্যাম্পে উপস্থিত হন ডক্টর অর্ণব কবিরাজ , যিনি বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ, পাশাপাশি তিনি অন্যান্য রোগের চিকিৎসাও করে থাকেন। সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এই ক্যাম্পের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ উক্ত ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন।