নিজস্ব সংবাদদাতা, বক্রেশ্বর: আজ শ্রাবন মাসের তৃতীয় সোমবার। বক্রেশ্বর ধামে ভক্তদের উপচেপড়া ভিড়। গত দুই সোমবারের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে আজ। দলে দলে পুণ্যার্থীরা সারিবদ্ধভাবে এগিয়ে যান বাবার মাথায় জল ঢালতে। মন্দির প্রাঙ্গণে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়। যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।