নিজস্ব সংবাদদাতা, বীরভূম: ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচীর অধীনে ভিআরপি বা গ্রাম সম্পদ কর্মীদের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। ভিআরপিরা জানান,তাদের বাড়ী বাড়ী প্রতিদিন ডেঙ্গু সচেতনতার কাজ করার সাথে এই বিশেষ কর্মসূচী পালন করছেন।স্বাধীনতার 75 তম দিবসে ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন সহ অতি অল্প বেতনে কাজ করার কথা জানিয়ে বেতন বৃদ্ধির আবেদন রাখেন।