নয়াদিল্লি: কার্বনের প্রভাব কমাতে মাটি-বালির তৈরি প্রচলিত লাল ইটের পরিবর্তে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ফ্লাই অ্যাশ দিয়ে বাড়ি বানানোর উপর জোর দিচ্ছে কেন্দ্র। কারণ, এটি পরিবেশ বান্ধব। অর্থনৈতিকভাবেও গ্রাহকের উপর তেমন কোনও বাড়তি চাপ নয় বলে জানান ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের ডিজি প্রমোদকুমার তিওয়ারি। প্রতি বছর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ২০০ মিলিয়ন টন ফ্লাই অ্যাশ বের হয়। সেগুলি থেকে তৈরি ব্লক, ইট যাতে সরকারি প্রকল্পেও কাজে লাগানোর জন্য রাজ্যগুলিকে অনুরোধ করা হয়েছে।