Home Kolkata ফ্রিজ করা হল বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট

ফ্রিজ করা হল বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট

207
0

কলকাতা, ১ নভেম্বর: রাতের অন্ধকারে লালবাজারের গুন্ডা দমন শাখা চিঠি দিয়ে ফ্রিজ করে দিল বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের অ্যাকাউন্ট। এব্যাপারে সন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, আগে আমার নামে চার দিনে পাঁচটি কেস করে হাতে মারার চেষ্টা করা হয়েছিল। সেই চেষ্টা ব্যর্থ হওয়ায় এবার আমাকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, কারও ব্যাঙ্ক একাউন্ট ফ্রিজ করতে গেলে তাকে জানাতে হয়। তাছাড়া আমার ইনকাম ট্যাক্স সংক্রান্ত কোনও গন্ডগোল নেই। কোনও উগ্রপন্থী যোগ নেই বা লেনদেন সংক্রান্ত কোনও গন্ডগোল নেই। তাহলে আমার এ্যাকাউন্ট ফ্রিজ করা হল কিভাবে?
এই ঘটনার সুবিচার চাইতে তিনি ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার এই মামলার শুনানি। এই ঘটনায় শাসক দলের সাংসদ শান্তনু সেন বলেছেন, কাক কেন ডাকছে সেটা তো কাকই জানে। এর উত্তর তো তাঁরাই দিতে পারে, যাঁরা ঘটনাটি ঘটিয়েছে।

Previous articleমহা অষ্টমীর রাতে জগদ্ধাত্রী পূজার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব
Next articleইউক্রেনের পাল্টা হামলায় মৃত্যু ১ হাজার রাশিয়ান সেনার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here