নতুন দিল্লি: রাজধানীর আনাচে কানাচে শুরু কানাঘুষা। দেশজুড়ে রাজনৈতিক ফিসফাঁস। মোদী আর ভ্লাদিমির পুতিনের নাকি ফোনে গোপন আলোচনা হয়েছে? কিন্তু কী বিষয়ে এই আলোচনা হয়েছে? ইউক্রেনের সঙ্গে যুদ্ধ সংক্রান্ত ? নাকি আন্তর্জাতিক স্তরে রাশিয়াকে কেমন চোখে দেখা হচ্ছে সে বিষয়ে? নাকি রাশিয়া আর ভারত নতুন কোনও রাজনৈতিক সমীকরণ তৈরি করতে ব্যস্ত। সূত্রের খবর, এসব বিষয়ে নাকি কিছুই কথা হয়নি। যা হয়েছে তা দুই দেশের বাণিজ্যিক আলোচনা। মূলত কৃষিজ সামগ্রী; যেমন- সার ও ফার্মা সামগ্রী নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে শক্তি ও খাদ্য সামগ্রীর আন্তর্জাতিক বাজার নিয়েও। উল্লেখ্য, পুতিন ভারত সফরে এসেছিলেন ২০২১ সালের ডিসেম্বর মাসে। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সময়। সেই সিদ্ধান্ত কি বাস্তবায়িত হয়েছে? সেই ব্যাপারেই কথাবার্তা হয় দুই দেশের প্রশাসনিক প্রধানের মধ্যে। তবে আলোচনায় উঠে আসে ইউক্রেন প্রসঙ্গ। সেদেশের বর্তমান পরিস্থিতি আলোচনায় গুরুত্ব পায়। এবিষয়ে ভারতের অবস্থানের প্রসঙ্গ স্পষ্টভাবে তুলে ধরতে দ্বিধা করেননি মোদী। গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে ভারতের দৃঢ় অবস্থান জানিয়ে দিতে ভুল করেনি তিনি। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে ভাব বিনিময় করেন মোদী ও পুতিন।