আসানসোল: সিবিআইয়ের কাছে হাজিরার শর্ত কিছুটা শিথিল করলেও বেআইনি কাজে জড়ানো নিয়ে ফের আব্দুল লতিফকে সতর্ক করল আদালত। সোমবার গোরুপাচার মামলায় আব্দুল লতিফ হাজির হয়েছিলেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করে কী তথ্য পেয়েছে তা দেখতে চান বিচারক বিচারক রাজেশ চক্রবর্তী। মামলার কেস ডায়েরি দেখার পর বিচারক সিবিআইয়ের কাছে প্রশ্ন করেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করার আপনাদের কী প্রয়োজন আছে?