ফের বাহুবলীর সঙ্গে জুটি দেবসেনার

    238
    0

    চেন্নাই: ফের বড় পর্দায় জুটি বাঁধছেন প্রভাস, অনুষ্কা ওরফে বাহুবলী-দেবসেনা। তাঁদের শেষ দেখা গিয়েছিল বাহুবলি ২ তে। দক্ষিণী পরিচালক মারুথির আগামী ছবিতে তাঁরা জুটি বাঁধছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পরিচালক মারুথি দশেরাতে রাজা ডিলাক্স নামে এই ছবির বিষয়বস্তু প্রকাশ্যে আনবেন। উল্লেখ্য, এখন প্রভাসের হাতে রয়েছে প্রজেক্টকে ও সালার নামে দুটি ছবি। এদিকে মারুথির পাক্কা কমার্শিয়াল দুই দিন আগে মুক্তি পেয়েছে। নতুন ছবি নিয়ে পরিচালক সংবাদ মাধ্যমে কোনও খোলসা না করলেও প্রভাস, অনুষ্কার ভক্তদের কৌতূহল ও জনপ্রিয়তার কারণে নতুন করে তাঁদের সম্পর্কে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও এই জুটি সম্পর্কে গুঞ্জন নেটিজেনদের মধ্যে নতুন নয়। কারণ, তাঁদের সখ্যতা বহু দিনের। এই জুটি প্রথমে বিল্লা ও মির্চি নামে দুটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তারপর মুক্তি পেয়েছে বাহুবলি ১ ও ২ । যা তাঁদের জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয় গসিপ। তাঁদের দুজনের প্রেমের গরম গরম খবর ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যম থেকে বিভিন্ন সোশ্যাল সাইটে। যদিও তাঁরা সেই সম্পর্কের কথা অস্বীকার করে পরস্পরের বন্ধু বলে পরিচয় দিয়েছেন।

    Previous articleব্যারাকপুরে মদের আসরে গুলিতে মৃত ১
    Next articleরাজ্যে আসছেন দ্রৌপদী মুর্মূ

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here