Home Movies & Entertainment ফের নতুন সম্পর্কে জড়িয়েছেন “ইচ্ছেনদী” ধারাবাহিকের বিক্রম ও সোলাঙ্কি

ফের নতুন সম্পর্কে জড়িয়েছেন “ইচ্ছেনদী” ধারাবাহিকের বিক্রম ও সোলাঙ্কি

77
0

কলকাতা, ১৫ জুন: অরিত্র সেনের আগামী ছবি মুক্তি পাচ্ছে আগামী ৩০ জুন। ছবির নাম “শহরের উষ্ণতম দিনে”। প্রসঙ্গত কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে বিক্রম-সোলাঙ্কির নতুন ছবি “শহরের উষ্ণতম দিনে” ছবির পোস্টার। পাশাপাশি, এর সঙ্গেই ঘোষণা করা হয় ছবি মুক্তির তারিখ। পরমব্রত চট্টোপাধ্যায় ও তন্ময় ব্যানার্জি-র প্রযোজনাতে মুক্তি পাবে এই ছবি। আজ মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।

ছোট পর্দায় একসঙ্গে “ইচ্ছে নদী” ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন বিক্রম-শোলাঙ্কি। টানা দুই বছর চলেছিল সেই ধারাবাহিক। প্রথম দিন থেকেই বিক্রম ও শোলাঙ্কির জুটিকে পছন্দ করেছে দর্শক। এমনকী সেই সময় পর্দার বাইরে তাঁদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে ধারাবাহিক বন্ধের পরেই ব্যক্তিগত জীবনে নিজেদের মতো করেই এগিয়ে চলেন তাঁরা। বহু বছর পর “ইচ্ছেনদী”র জনপ্রিয় সেই জুটিকে এবার দেখা যাবে বড়পর্দায়। সেই ধারাবাহিকের ৮ বছর পর ফের তাঁরা জুটি বেঁধেছেন।

বৃহস্পতিবার ট্রেলার লঞ্চের আগেই একটি ভিডিও পোস্ট করেন বিক্রম ও শোলাঙ্কি। সেই ভিডিওতে একসঙ্গে দেখা যায় দুই তারকাকে। তাঁরা বলেন, ১৫ জুন তারিখটা তাঁদের কাছে খুব স্পেশাল। কারণ, এই দিনেই আট বছর আগে শুরু হয়েছিল তাঁদের ধারাবাহিক “ইচ্ছেনদী”। তাই ওই তারিখেই বৃহস্পতিবার তাঁদের প্রথম ছবির ট্রেলার রিলিজ করবে।

প্রসঙ্গত, বিক্রম ও শোলাঙ্কি ছাড়াও এই ছবিতে আরও প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, অনামিকা চক্রবর্তী, রাহুল দেব বোস, অনিন্দ্য চট্টোপাধ্যায়। ছবিতে গান গেয়েছেন তিমির বিশ্বাস, লগ্নজিতা চক্রবর্তী, অর্ণব দাস। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন নবারুণ বোস। সিনেমাটোগ্রাফি করেছেন বাসুদেব চক্রবর্তী।

Previous articleআজ সোনা রূপার বাজার দর
Next articleভোটের দামামার মধ্যে আজ থেকে খুলে গেল রাজ্যের সব স্কুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here