ফের ইডির অভিযান, গার্ডেনরিচে ব্যবসায়ীর খাটের তলা থেকে উদ্ধার ১২ কোটি টাকা

    191
    0

    সংবাদ কলকাতা, ১০ সেপ্টেম্বর: শহরে ফের ইডি-র অভিযান।  শহরের মোট ছয়টি জায়গায় তল্লাশি অভিযান চালায় তাঁরা। তল্লাশি চলছে মোমিনপুর, পার্কস্ট্রিট, নিউটাউনে। গার্ডেনরিচে উদ্ধার হয়েছে  হিসাব বহির্ভুত বিপুল টাকা।এখানে আমির খানের বাড়ির খাটের তলা, ভাতের হাঁড়ি, কলসি, আসবাবপত্র  থেকে এই টাকা উদ্ধার করেন ইডি আধিকারিকরা। টাকা গুনতে আনা হয়েছে মেশিন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে টাকার পরিমাণ। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত ১৮ কোটি টাকা গোনা হয়েছে। বাকি টাকা এখনও গোনার কাজ চলছে। টাকা নিয়ে যেতে আনা হয়েছে ১০টি ট্রাঙ্ক ভর্তি একটি গাড়ি।
    জানা গিয়েছে, একটি মোবাইল অ্যাপ সংক্রান্ত প্রতারণা মামলায় শহরের ছয় জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে প্রায় ৭০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। ইডির এই অভিযানে মিলেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।

    Previous articleঅর্পিতার মা হওয়ায় সম্মতি ছিল পার্থের
    Next articleভূমিষ্ঠ হওয়ার আগেই তৃতীয় সন্তানের ভ্রুণ নির্ধারণ, তীব্র সমালোচনার মুখে জুকেরবার্গ

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here