Home Literature “ফুল ফুটে”

“ফুল ফুটে”

414
2
red ixora

অমল কুমার ব্যানার্জী
ফুল ফুটে গরিবের আঙিনায়,
ফুল ফুটে আমিরের বাগিচায়।
ফুল ফুটে শ্মশানের চত্ত্বরে,
ফুল ফুটে কবরের চারিধারে।

ফুল ফুটে যুবতীর কচি মনে;
চঞ্চলা হরিণী, ভ্রমরের গুঞ্জনে।
ফুল ফুটে শহরের ডাস্টবিনে,
ফুল ফুটে স্বপ্নের বাতায়নে।

কতো ফুল ঝরে পড়ে অকালে অনাহারে,
কতো ফুল দলিত সমাজের অত্যাচারে।
কতো ফুল কুড়ি হয়ে রয়ে যায় –
ফুটে না সে সমাজের বুকে।

ফুল কভু শোভা পায় মাতৃ চরণে,
আবার কখনও সে ঝরে পড়ে অকালে
অনাহারে অত্যাচারে।

ফুল আজও প্রতিবাদহীন,
প্রতি পদে পদে পিষ্ট চিরকাল,
তবু ফুল ফুটে, বসন্তের রূপ রস গন্ধ নিয়ে
ভ্রমরের আলিঙ্গন মাঝে।

আজও দেখি কতো শত ফুল হারিয়ে যায়
বেশ্যালয়ে হোটেল রেস্তরাঁয়।
তবু ফুল ফুটে মনের গভীরে।

রাতের অন্ধকারে ফুল ফুটে বাইজির গানে,
সকালে সে ঝরে পড়ে শিশিরের সনে।
যুগ যুগ ধরে যুগ থেকে যুগান্তরে ফুল ফুটে
সৃষ্টির অগোচরে।

এতো অবহেলা এতো অত্যাচার তবু ফুল ফুটে,
সৃষ্টির বীজ নিহিত যে তোর মাঝে।

Previous articleআগুন সেঁকা রাত
Next article“সংকীর্ণ যতো পথ”

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here