মুম্বই, ১১ নভেম্বর: শুক্রবার টেলিভিশন অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই সন্তান। একাধিক প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এদিন সকাল ১১ টা নাগাদ অভিনেতা জিমে শরীরচর্চা করার সময় আচমকা পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা অনেক চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি। প্রায় এক ঘণ্টা পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া বলিউড ও টিভি অভিনেতাদের মধ্যে।