প্রয়াত হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্র পরিচালক পিনাকী চৌধুরী

    187
    0

    অপর্ণা সেন, ২৪ অক্টোবর: সোমবার ভোরে প্রয়াত হলেন প্রবীণ চিত্রপরিচালক পিনাকী চৌধুরী। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই চলচ্চিত্র নির্মাতার বয়স হয়েছিল ৮২ বছর। জানা গিয়েছে, লিম্ফোমায় আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিন সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পরিচালিত সিনেমা ‘বালিগঞ্জ কোর্ট’ মুক্তি পায় ২০০৭ সালে। এই সিনেমাটি দর্শক সমাজে যথেষ্ট সমাদর পায়। এরজন্য তিনি জাতীয় পুরস্কারে সম্মানিত হন। এর আগে ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শোঙ্গাথ’-এর জন্য প্রথম জাতীয় পুরস্কার পান তিনি। এছাড়া তাঁর পরিচালিত উল্লেখযোগ্য সিনেমাগুলি হল চেনা অচেনা, কাকাবাবু হেরে গেলেন, এক টুকরো চাঁদ, আরোহণ, নরক প্রভৃতি। একসময় তাঁকে জুরি বোর্ডের চেয়ারম্যানও করা হয়।

    Previous articleবানতলায় আগুনে ভস্মীভূত চামড়ার কারখানা
    Next articleআজ সোনা-রূপার বাজার দর

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here