কলকাতা: অসুস্থ আফতাব আনসারী। হাই সুগারে আক্রান্ত হয়ে বিভিন্ন রোগে ভুগছে সে। ২০০২ সালের ২২ জানুয়ারি কলকাতার আমেরিকান সেন্টারে হামলার মূল ষড়যন্ত্রকারী। সেসময় এই হামলার নাগাল পেতে তদন্ত করে জানা যায়, হামলার মূল চক্রান্তকারী দুবাইতে বসে আছে। সেই বছর ১০ ফেব্রুয়ারি তাকে দুবাই থেকে কলকাতায় আনা হয়। তখন থেকেই সে উচ্চ সুগারের রোগী। এখন তার বয়স প্রায় ষাটের কাছাকাছি। টানা ২১ বছর কারাদণ্ড ভোগ করার পর বয়সের ভারে এখন সে ন্যূব্জ। আগের মতো চলতে ফিরতেও পারে না সে। অত্যধিক মাত্রায় সুগারের জন্য এখন তার শরীরের একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কিডনি ও হৃৎপিন্ড। মানসিকভাবেও যথেষ্ট ভেঙে পড়েছে সে। মাঝে মধ্যে বুকের ব্যথার জন্যও হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।