প্রেমিককে ডেকে প্রকাশ্যে চুম্বন, ছাত্রীকে স্কুলে আসতে নিষেধ করল কর্তৃপক্ষ

    195
    0

    ঘাটাল, ৫ নভেম্বর: প্রেমিককে ডেকে এনে স্কুলের মধ্যেই প্রকাশ্যে চুম্বন। বিষয়টি জানাজানি হতেই উদ্দাম ওই ছাত্রীকে স্কুলে আসতে নিষেধ করল কর্তৃপক্ষ। এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের একটি স্কুলে। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বহিরাগত এক প্রেমিক যুবককে স্কুলে ডাকে দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী। এরপর স্কুল চত্বরেই প্রকাশ্যে তাকে জড়িয়ে ধরে অনর্গল চুম্বন করতে দেখা যায়। বিষয়টি প্রথমে ওই স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীরা দেখতে পায়। ছাত্রছাত্রীদের মাধ্যমে ঘটনাটি স্কুলের শিক্ষকদের কানে যায়। তখন স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রী ও তাঁর অভিভাবককে ডেকে তাঁদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।
    জানা গিয়েছে, ওইদিন টিফিনের সময় ঘটনাটি ঘটে। ছাত্রীটি স্কুল ড্রেস পরেই ছিল। সে ও তার প্রেমিক স্কুলের পাশে দীর্ঘক্ষণ পরস্পরকে বুকে জড়িয়ে রাখে। ঘটনাচক্রে স্কুলের ছাত্রছাত্রীরা সেখান পৌঁছায়। তারা গিয়ে দেখে, এক যুবককে জড়িয়ে ধরে ওই ছাত্রী চুম্বন করছে। ছাত্রছাত্রীরা দেখে ফেলায় ওই যুবক ভয় পেয়ে তৎক্ষণাৎ পালিয়ে যায়। এক শিক্ষক বলেন, অন্যান্য ছাত্রছাত্রীদের মুখ থেকে আমরা ঘটনাটি জানতে পারি। তারপরই স্কুলে ছাত্রী ও তার অভিভাবককে ডেকে পাঠাই। ঘটনার কথা ওই ছাত্রী স্বীকার করে নেয়। এই ঘটনা অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে প্রভাব ফেলবে। তাতে স্কুলের পরিবেশ নষ্ট হবে। সেজন্য শিক্ষক-শিক্ষিকারা অভিভাবককে জানিয়ে দেন, ওই ছাত্রীকে একমাত্র পরীক্ষার সময় ছাড়া আর স্কুলে আসতে দেওয়া যাবে না।

    Previous articleপ্রয়াত স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যামসরণ নেগি
    Next articleজটিল রোগে অসুস্থ অভিনেতা বরুণ ধাওয়ান

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here