নয়াদিল্লি: ডার্ক ওয়েবে হ্যাকারের পোস্ট। আর তাতেই শোরগোল চলল দিনভর। কারণ আশঙ্কা তৈরি হয়েছিল, প্রায় তিন কোটি রেলযাত্রীর ব্যক্তিগত তথ্য চুরি গিয়েছে। প্রাথমিক তদন্তের পর রেল বোর্ডের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে যে, আইআরসিটিসির সার্ভার থেকে এই সংক্রান্ত কোনও তথ্য চুরি হয়নি। কিন্তু নড়েচড়ে বসেছে রেলমন্ত্রক। এ ব্যাপারে ইতিমধ্যেই অ্যালার্ট করা হয়েছে আইআরসিটিসিকে। পাশাপাশি জরুরি বার্তা পাঠানো হয়েছে আইআরসিটিসির অন্যান্য বিজনেস পার্টনারের কাছেও। কোনওরকম ‘লিকেজ’-এর সৃষ্টি হয়েছে কি না, তার উপর বিশেষভাবে নজরদারি চালাতে বলা হয়েছে এই সংস্থাগুলিকে।
সম্প্রতি এইমসের সার্ভার হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। এরই মধ্যে আইআরসিটিসির ‘ডেটা ব্রিচ’-এর আশঙ্কা। বুধবার রেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আইআরসিটিসি এ ব্যাপারে ইতিমধ্যেই বিস্তারিত তদন্ত শুরু করেছে। প্রায় তিন কোটি রেল যাত্রীর যেসব ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে, তার মধ্যে রয়েছে মোবাইল নম্বর, ইমেল আইডি, জেন্ডার, সিটি আইডি, স্টেট আইডি, ইউজার নেম সহ একাধিক গুরুত্বপূর্ণ ডেটা। উল্লেখযোগ্য হল, এইসব যাত্রী অনলাইনেই টিকিট বুকিং করেছিলেন। ঘটনার কথা প্রথম প্রকাশ্যে আসে মঙ্গলবার। ডার্ক ওয়েবে একজন হ্যাকার উল্লিখিত তথ্য-তালিকা বিক্রির উদ্দেশ্যে তুলে দেন। যদিও কোথা থেকে ওই হ্যাকার যাবতীয় তথ্য পেয়েছে, সংশ্লিষ্ট পোস্টে তার কোনও উল্লেখ করা হয়নি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ওই তালিকায় রয়েছে কিছু অগ্রিম বুকিংয়ের তথ্যও। রেল বোর্ড সূত্রে খবর, ২০২১-২২ আর্থিক বছরে প্রায় ৪২ কোটি যাত্রী ই-টিকিট বুকিং করেছেন। তার তিন কোটির তথ্যই কি কেন্দ্রের মোদি সরকারের পর্যাপ্ত নজরদারির অভাবে চুরি হয়ে গিয়েছে? আপাতত এই প্রশ্নেই তুঙ্গে উঠেছে জল্পনা।