কলকাতা: শহর কলকাতার ২,৭০০ জনেরও বেশি প্রাথমিক শিক্ষককে পাড়ি দিতে হবে দক্ষিণ ২৪ পরগনায়। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে যে হিসেব এসেছে, তাতে দেখা যাচ্ছে, ছাত্রসংখ্যার অনুপাতে কলকাতায় ২,৭৯৮ জন বাড়তি শিক্ষক রয়েছেন। মোট ১,১৫২টি স্কুলের মধ্যে ৯১২টি স্কুলেই রয়েছেন উদ্বৃত্ত শিক্ষক। মাত্র ৩৬টি স্কুলে ৯২ জন শিক্ষকের ঘাটতি রয়েছে। অর্থাৎ বাড়তি শিক্ষকদের ওই স্কুলগুলিতে বদলি করার পরে যাঁরা পড়ে থাকবেন, নিকটবর্তী জেলা হিসেবে দক্ষিণ ২৪ পরগনায় যেতে হবে তাঁদের। কারণ, কলকাতা লাগোয়া এই জেলাতেই রয়েছে সবচেয়ে বেশি শিক্ষক ঘাটতি। সংখ্যাটা প্রায় ৩,৭০০।
ছোট কিছু জেলা বাদ দিলে সবচেয়ে কম প্রাথমিক পড়ুয়া কলকাতাতেই। সংখ্যাটি মাত্র ৯৫,৪২০। আর সেই অনুপাতে শিক্ষক রয়েছেন ৬,৫০২ জন। বৈষম্য কতটা, তা একটি পরিসংখ্যানে স্পষ্ট। মুর্শিদাবাদে প্রাথমিক পড়ুয়া ৬ লক্ষ ৫ হাজার ৮০৪ জন। এই সংখ্যাটি কলকাতার চেয়ে প্রায় সাতগুণ বেশি। আর শিক্ষক সংখ্যা মাত্র ১২,০৯৬—যা কলকাতার শিক্ষক সংখ্যার দ্বিগুণ।