প্রাচীন দ্রব্যের নামে নকল সোনা বিক্রি

    116
    0

    কলকাতা: পূর্ব মেদিনীপুরে প্রাচীন দ্রব্য কারবারের নামে একটি বড়সড় প্রতারণা চক্রের হদিশ মিলল। ঘটনায় আজারুদ্দিন শা নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রামনগর থানার পুলিশ। গতকাল তাকে আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় কাঁথি আদালত। প্রতারিত এক ক্রেতার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় রামনগর থানা। এই চক্রে অনেক মহিলাও যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে। চক্রের মূল পান্ডার খোঁজ চালাচ্ছে পুলিশ।

    সম্প্রতি হরষিত নামে এক ব্যক্তি পাঁচ লক্ষ টাকার বিনিময়ে একটি গণেশ মূর্তি কেনেন প্রতারকদের কাছ থেকে। কলকাতার বাসিন্দা ওই যুবককে মূর্তিটি সোনার বলে দেওয়া হলেও পরে তিনি যাঁচাই করে জানতে পারেন, সেটি পিতলের ওপর সোনার জল করা।

    Previous articleআজ সোনা রুপার বাজার দর
    Next articleপাঠান ছবিতে হিন্দু ধর্মকে অপমানের অভিযোগ

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here