28 এপ্রিল, কলকাতা: করোনা আক্রান্ত হয়ে আজ প্রয়াত হলেন তেহট্টের বিধায়ক গৌরী শঙ্কর দত্ত। তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য। গত বিধানসভা নির্বাচনে তেহট্ট বিধানসভা থেকে নির্বাচিত হন। কিন্তু, 2021 বিধানসভার টিকিট না পেয়ে গত মার্চ মাসে বাচ্চু হাঁসদা ও তিনি বিজেপিতে যোগ দেন। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।