Home State প্রতারিত ক্রেতাকে ফ্ল্যাটের টাকা ফেরানোর নির্দেশ কেন্দ্রের

প্রতারিত ক্রেতাকে ফ্ল্যাটের টাকা ফেরানোর নির্দেশ কেন্দ্রের

33
0

কলকাতা: ফ্ল্যাট কিনে যাতে ক্রেতারা না ঠকেন, তা নিশ্চিত করতে সব রাজ্যে চালু হয়েছে রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট। যদি কোনও আবাসন সংস্থা প্রতিশ্রুতি মতো ক্রেতাকে ফ্ল্যাট না দেয়, তাহলে এই আইনের দ্বারস্থ হতে পারেন ক্রেতারা। এরাজ্যেও আবাসন দপ্তরের আওতায় ওই আইন কাজে লগিয়ে ক্রেতাদের পাশে দাঁড়াচ্ছেন সরকারি কর্তারা। অনেক ক্ষেত্রেই দেখা যায়, প্রতিশ্রুতি রক্ষা না করায় ক্রেতাকে টাকা ফেরত দিতে হয় সংশ্লিষ্ট আবাসন সংস্থাকে। আবার বহু সংস্থাই যথাসময়ে সেই টাকা ফেরতের ব্যাপারে গা করে না।

ক্রেতারা যাতে দ্রুত তাঁদের টাকা ফেরত পান, তার জন্য রাজ্যগুলিকে উদ্যোগ নিতে বলল নগরোন্নয়ন মন্ত্রক। তারা রাজ্যগুলিকে এই ব্যাপারে নির্দেশিকা পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্য সরকারের তরফে এমন ব্যবস্থা রাখতে হবে, যাতে হকের টাকা ফেরত পেতে ক্রেতাদের সুবিধা হয়। রাজ্য প্রশাসন একজন রিকভারি অফিসার নিয়োগ করেই কাজটি করতে পারে। টাকা ফেরানোর জন্য আইনের প্রযোজ্য ধারাগুলি কাজে লাগাতে হবে রাজ্যগুলিকে। টাকা আবাসন সংস্থার কাছ থেকে আদায় করার উদ্যোগ নেবে রাজ্যগুলি এবং তা ক্রেতার হাতেই তুলে দেবে তারা।

Previous articleরাজস্থানের সিরোহি পুর চেয়ারম্যানবিরুদ্ধে ২০ মহিলাকে গণধর্ষণের অভিযোগ
Next articleমার্কিন দূতাবাসে বিস্ফোরণের হুমকি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here