কলকাতা: বর্তমানে মানুষকে সর্বশান্ত করার নিত্য নতুন পন্থা অবলম্বন করছে প্রতারক। সেই তালিকায় এবার যোগ হল হোটেল ব্যবসা। বিভিন্ন নামী হোটেলের বা রেস্টুরেন্টের ভুয়ো ওয়েবসাইট তৈরি করে প্রতারণার জাল বিছিয়েছে প্রতারকরা। এ নিয়ে পরপর তিনটি অভিযোগ জমা পড়েছে ডায়মন্ড হারবার থানায়। জানা যায়, এক ব্যক্তি অনলাইনে ১৫ হাজার টাকার বিনিময়ে হোটেল বুকিং করে। পরে হোটেলের কনফার্মেশন নিতে গেলে জানা যায়, আদৌ ঐ নামে কোনও বুকিংই রেজিস্ট্রার হয়নি।পরে হোটেল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। উল্লেখ্য, সম্প্রতি পুরীতে হোটেল বুকিং নিয়ে পরপর আরও দুটি অভিযোগ জমা পড়ে ডায়মন্ড হারবার থানায়। প্রতিটি অভিযোগ একই ধরনের। এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।