নিজস্ব সংবাদ দাতা, যাদবপুর: নিজের পিসিকে প্রতারণার দায়ে অভিযুক্ত বিজেপি কর্মী মনোজিৎ বিশ্বাস। গাইঘাটা থানায় পিসির লিখিত অভিযোগ, বাড়ি মেরামতের প্রতিশ্রুতি দিয়ে দুই দফায় ১০ লক্ষ টাকা ধার নেয় মনোজিৎ। এরপর তাঁকে তাঁর পৈতৃক ভিটাতেই ঢুকতে দিচ্ছে না। এমনকি ধার করা টাকা ফেরত চাইলে উল্টে লাঠি নিয়ে তেড়ে আসে সস্ত্রীক মনোজিৎ। তাকে খুনের হুমকিও দেওয়া হয়। অভিযোগ পেয়ে গত 27 জুন গাইঘাটা থানা গুণধর ভাইপো মনোজিৎকে গ্রেপ্তার করলেও আপাতত সে জামিনে মুক্ত। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ছোট ভাই শুভজিৎ বিশ্বাস পিসিকে সমর্থন জানালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যা অভিযোগ করে সার্ভে পার্ক থানায়। বাবা কুন্তল বিশ্বাসকে দিয়ে সই করিয়ে ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছে মনোজিৎ। বাবা ও ছেলের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ছোট ভাই শুভজিৎ বিশ্বাসকেও খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিভিন্ন রকম মানসিক নির্যাতনও চালানো হয়। তাঁর ঘরের বারান্দায় লাগানো হয়েছে সিসিটিভি। শুভজিৎ বলেন, আমি একজন জিম ইনস্ট্রাক্টর। বারান্দায় সিসিটিভি থাকার ফলে আমি জিম করতে পারছিনা। বাড়িতে স্বাধীন জীবনযাপন ব্যাহত হচ্ছে। তিনি বলেন, বহু জায়গায় অভিযোগ জানানো হয়েছে। এমনকি থানায় অভিযোগ জানিয়েও কোনো ফল হচ্ছে না। বাধ্য হয়ে আমাকে বাড়ির বাইরে থাকতে হচ্ছে।