Home National প্রচন্ড তুষারপাতের মধ্যেও কর্তব্যে অবিচল ভারতীয় সেনা

প্রচন্ড তুষারপাতের মধ্যেও কর্তব্যে অবিচল ভারতীয় সেনা

241
0

কলকাতা, ৯ জানুয়ারি: এক অসাধারণ দৃশ্য প্রত্যক্ষ করা গেল কর্তব্যরত ভারতীয় সেনাদের মধ্যে। জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার তাংধার সেক্টরের নিয়ন্ত্রণরেখার ঘটনা। একে হিমাঙ্কের নীচে তাপমাত্রা। তাতে প্রবল তুষার পাতের মধ্যেও কিন্তু তারা দেশ তথা ভারতবাসীর নিরাপত্তা দানে অবিচল। সমগ্র দেশবাসী যখন প্রচন্ড শীতে জবুথবু হয়ে লেপ অথবা কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, ভারতীয় সেনারা তখন তুষারপাতে জমে যাওয়া বরফের উপর অতন্দ্র প্রহরা দিতে ব্যস্ত। শীতের তীব্রতার অনুভূতি হালকা করার জন্য তাদের নিজেদের মধ্যে খুকরি নাচে ব্যস্ত। এমনই দৃশ্য দেখা গেল নিয়ন্ত্রণরেখায়। সমগ্র দেশবাসীর পক্ষ থেকে স্যালুট সেই অতন্দ্র প্রহরীদের, যাদের জন্য আমরা নিরাপদে ঘুমাতে পারি।

Previous articleফেব্রুয়ারিতে পাঁচ রাজ্যে ভোটগ্রহণ শুরু, গণনা ১০ মার্চ
Next article১০ জানুয়ারি থেকে ত্রিপুরায় জারি নাইট কার্ফু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here