নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে পুরীর স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়াল দক্ষিণ-পূর্ব রেল। সাঁতরাগাছি স্টেশন থেকে পুরীগামী এই স্পেশাল ট্রেনটি ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে বলে জানা গিয়েছে।শীত উপলক্ষে রেলের পক্ষ থেকে এই বিশেষ পরিষেবার সময়সীমা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। কারণ এই সময় প্রচুর যাত্রী বাংলা থেকে পুরীতে যান। আজ ৪ নভেম্বর শুক্রবার থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এই পরিষেবা অব্যাহত থাকবে। যথারীতি চলবে সাপ্তাহিক এই স্পেশাল ট্রেনটি। সাঁতরাগাছি থেকে স্পেশাল ট্রেনটি রাত ৮টা ৩৫ মিনিটে ছাড়বে। শনিবার ভোর সাড়ে ৪টেয় ট্রেনটি পুরী পৌঁছবে। ফিরতি রুটে ট্রেনটি শনিবার পুরী থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছাড়বে। পরদিন অর্থাৎ, রবিবার ভোর ৪টেয় ঢুকবে সাঁতরাগাছি। ট্রেনটির কোচের বিন্যাস হল: একটি এসি টু টিয়ার, দু’টি এসি থ্রি টিয়ার, দশটি স্লিপার ক্লাস, দু’টি জেনারেল সেকেন্ড ক্লাস। যাত্রাপথে ট্রেনটি খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, জয়পুর, কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে থামবে।
অন্যদিকে, আগামী সোমবার থেকে ইস্ট-কোস্ট রেলের সম্বলপুর ডিভিশনে ডবল লাইনে সংস্কার কাজ শুরু হবে। তাই আগামী শনিবার পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের অধীনে বেশকিছু ট্রেনের যাত্রায় হেরফের হবে। যার মধ্যে হাওড়া-জব্বলপুর এক্সপ্রেস ৭ থেকে ১০ নভেম্বর পর্যন্ত সম্বলপুরেই যাত্রা বিরতি করবে। ট্রেনটি ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সম্বলপুর থেকেই যাত্রা শুরু করবে। হাওড়া-তিতলাগড় সুপারফাস্ট এক্সপ্রেস ৭ থেকে ৯ নভেম্বর বালঙ্গির পর্যন্ত যাবে। একইভাবে ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত ট্রেনটি বালঙ্গির থেকেই যাত্রা শুরু করবে। অন্যদিকে, হাওড়া-তিতলাগড়-কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস ৮, ১০ ও ১১ নভেম্বর বালঙ্গিরে যাত্রা শেষ করবে। ফিরতি রুটে ট্রেনটি ৯, ১১ ও ১২ নভেম্বর বালঙ্গির থেকে ছাড়বে।