কলকাতা, ১৭ সেপ্টেম্বর: মানুষের জন্য বড়সড় সুখবর নিয়ে আসছে কলকাতা পুরসভা। অবশেষে শহরবাসীর জন্য উন্মুক্ত হতে চলেছে টালা ব্রিজ। দুর্গাপুজোর আগেই উদ্বোধন হবে বলে মনে করা হচ্ছে। মহালয়ার দিন উদ্বোধন হওয়ার কথা থাকলেও লোড টেস্টিং রিপোর্ট আসতে দেরি হওয়ায় সেটা সম্ভব হচ্ছে না। শোনা যাচ্ছে, চতুর্থীর দিন অর্থাৎ ২৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী নিজের হাতেই এই সেতুর উদ্বোধন করবেন।