বারাকপুর: হাত-পা বাঁধা অবস্থায় এক নাবালকের দেহ উদ্ধারের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনার আগরপাড়া। শনিবার দুপুরে দেহ উদ্ধারের পর বিটি রোড অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে রাস্তার উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। অবরোধ তুলতে ঘটনাস্থলে গেলে অবরোধকারীদের সঙ্গে পুলিসের বচসা বাধে। লাঠি চালিয়ে অবরোধ হঠাতে হয় পুলিসকে।
মৃতের নাম ইন্তাজ হোসেন। তার মাত্র বয়স আট বছর বয়স। পানিহাটি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের মৌলানা সেলিম রোডে থাকত। ৩০ জানুয়ারি থেকে বাচ্চাটি নিখোঁজ ছিল। খড়দহ থানায় সে সংক্রান্ত অভিযোগও জানিয়েছিল তার পরিবার। ইন্তাজের বাবা নাসিম হুসেন পেশায় রিকশচালক। ৩০ জানুয়ারি বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনভাবে নিখোঁজ হয়ে যায় বাচ্চাটি। শনিবার দুপুরে বন্ধ কারখানাটির ভিতরে থাকা একটি পুকুর থেকে হাত-পা বাঁধা ও মুখে রুমাল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।