পি এফ -এর ই-নমিনেশনে গুরুত্ব বাড়ানো হল

    93
    0

    কলকাতা: ইপিএফও-র ই-নমিনেশনে গুরুত্ব বাড়ানো হল| যাতে কর্মীর অকাল মৃত্যুতে বিমা ও পেনশন-এর টাকা পেতে সমস্যা না হয়| সেজন্য সম্প্রতি দেশজুড়ে ই-নমিনেশনে জোর দেওয়া হয়েছে| কলকাতা জোনের অতিরিক্ত কেন্দ্রীয় পিএফ কমিশনার রাজীব ভট্টাচার্য বলেন, গত অর্থবর্ষে (২০২২-২৩) এরাজ্যে ১৪ লক্ষ ৫৭ হাজার কর্মীর ই-নমিনেশনের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়। অর্থবর্ষ শেষে পশ্চিমবঙ্গে ই-নমিনেশনের হার ৭০.৩৭ শতাংশ। তবে এখানকার ১০টি আঞ্চলিক অফিসের মধ্যে সাফল্যের দিক থেকে এগিয়ে আছে দার্জিলিং ও জঙ্গিপুর। দার্জিলিংয়ে ১১৯ শতাংশের বেশি ই-নমিনেশন হয়ে গিয়েছে। অর্থাৎ যে টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল, তা ছাপিয়ে গিয়েছে এখানে। জঙ্গিপুরে সেই হার ১০৩ শতাংশের বেশি। কলকাতায় তার হার ৬৭.৯৬ শতাংশ। নমিনেশনে সবচেয়ে পিছিয়ে জলপাইগুড়ি, সেখানে এই হার প্রায় ৫১ শতাংশ।

    Previous articleরাজৌরিতে বাহিনীর পাল্টা অভিযানে নিকেশ এক জঙ্গি
    Next articleআজ সোনা রূপার বাজার দর

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here