সংবাদ কলকাতা, ২২ সেপ্টেম্বর: মহালয়ার এখনও তিন দিন বাকি। তার আগেই অর্থাৎ পিতৃপক্ষেই পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে রাজ্যজুড়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সমালোচনা করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘বাংলার লজ্জা! পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করে দিলেন মাননীয়া। পিতৃপক্ষে পূর্ব পুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়। প্রেত দোষ মুক্ত করার জন্য উত্তরপুরুষ ব্রতী হন। এখন কোনও শুভ কাজ হয় না। দেবীপক্ষে নবরাত্রি শুরু হলে মায়ের আরাধনা হয়। বাঙালির সবটাই একা শেষ করে দেওয়ার সংকল্প নিয়েছেন।’
অন্যদিকে বিধাননগরের এক কংগ্রেস নেতা বলেন, শাসকদলের নেতাদের একের পর এক দুর্নীতি ধরা পড়ছে। সেই দুর্নীতি থেকে মানুষের নজর ঘোরাতেই এত তাড়াতাড়ি পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। যদিও যেহেতু পিতৃপক্ষ চলছে, সেজন্য এদিন মমতা প্যান্ডেলের উদ্বোধন করলেও প্রতিমার উদ্বোধন করেননি বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সহ বিধাননগর এফডি ব্লক ও টালা প্রত্যয়ের পুজো উদ্বোধন করেন। এদিন শ্রীভূমির পুজোর উদ্বোধন করতে এসে এলাকার বিধায়ক ও দমকল মন্ত্রী সুজিত বসুকে শ্রীভূমির পুজোর কারণে যাতে যানজট না হয়, সেই সাবধান বাণী শোনান।