Home National পিএফের সুদ বৃদ্ধি ০.০৫ শতাংশ

পিএফের সুদ বৃদ্ধি ০.০৫ শতাংশ

86
0

 নয়াদিল্লি: লাগাতার রেপো রেট বাড়ানোয় লাগামছাড়া ইএমআই এবং আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি—এই দুই জাঁতাকলে পিষতে থাকা মধ্যবিত্তের ক্ষোভের আঁচে আরও আগুন দিল পিএফের সুদ। রীতিমতো হাঁকডাক করে কর্মী প্রভিডেন্ট ফান্ডে সুদের হার মাত্র ০.০৫ শতাংশ বাড়াল মোদি সরকার। মঙ্গলবার দিল্লিতে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের অছি পরিষদের দু’দিনের বৈঠক শেষে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব ঘোষণা করলেন, ২০২২-২৩ আর্থিক বছরের জন্য ৮.১৫ শতাংশ হারে সুদ পাবেন ইপিএফ গ্রাহকরা।

Previous articleপঞ্চায়েত ভোট মে মাসেই
Next articleমেক্সিকোয় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩৯

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here