সংবাদ কলকাতা, ১৯ সেপ্টেম্বর: অবশেষে ৫৮ দিনের মাথায় পার্থ ও অর্পিতার বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি। রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সোমবার এই চার্জশিট পেশ করা হয় পিএমএলএ আদালতে। এদিন দুপুরে ব্যাঙ্কশাল কোর্টের এই বিশেষ আদালতে ১৭২ পাতার চার্জশিট পেশ করেন ইডির আইনজীবীরা। সেখানে পার্থ ও অর্পিতার সঙ্গে কাঠগড়ায় উঠেছে তাঁদের ৬টি কোম্পানি। চার্জশিটে উদ্ধার হওয়া টাকা সহ তাঁদের ১০৩ কোটি টাকার সম্পত্তির কথা উল্লেখ করা হয়েছে।