Home District পার্থর বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ, বনগাঁ জুড়ে চলছে বিজেপির বিক্ষোভ

পার্থর বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ, বনগাঁ জুড়ে চলছে বিজেপির বিক্ষোভ

167
0

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগে ভয়াবহ দুর্নীতির অভিযোগ। এই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে খোদ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের। তাঁদের দুটি ফ্ল্যাট থেকে নগদে উদ্ধার হয়েছে প্রায় ৫১ কোটি টাকা। তাঁদের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে মিলেছে আরও ৮ কোটি। পাওয়া গিয়েছে ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রা। প্রায় ৭৯ লক্ষ টাকার সোনা ও হীরের গহনা। এছাড়াও পাওয়া গিয়েছে আরও ৫ কেজি সোনা। শুধু তাই নয়, দুজনের নামে হদিশ মিলেছে ২০টির বেশি জমি, বাড়ি ও ফ্ল্যাটের। দুজনের স্বনামে বেনামে রয়েছে একাধিক ব্যবসা। অভিযোগ, শিক্ষাক্ষেত্রে টাকার বিনিময়ে দেওয়া হয়েছে চাকরি। আর সেই চাকরি প্রার্থীদের লাখ লাখ টাকা ঘুষের বিনিময়ে তৈরি হয়েছে এই বিপুল ধন সম্পদ ও বিলাস বৈভব। এই নিয়ে গোটা দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়। রাজ্যের প্রতিটি প্রান্তে শুরু হয়েছে বিক্ষোভ সমাবেশ। ‘চোর ধরো, জেল ভরো’ -এই স্লোগান দিয়ে রাজ্যজুড়ে চলছে বিজেপির বিক্ষোভ। বাদ পড়েনি উত্তর ২৪ পরগণার গাইঘাটাতেও। এই ব্লকের বিভিন্ন প্রান্তে বিজেপির নেতা, কর্মী ও চাকরি প্রার্থীদের আন্দোলনে উত্তাল হয়েছে এলাকা। স্থানীয় সুটিয়া ও পাঁচপোতা বাজারে লক্ষ্য করা গেল তারই কয়েকটি খন্ড চিত্র!

Previous articleএসএসসি দুর্নীতি: বিতর্কে পরিচালক অনীক দত্ত
Next articleবক্রেশ্বরে তৃতীয় সোমবারেও রেকর্ড ভিড়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here