পার্থর নির্দেশ না মানলে আধিকারিকরা বদলি হতেন, দাবি সিবিআইয়ের

    40
    0

    কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতায় জোরালো সওয়াল করল সিবিআই। শনিবার আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কাকে নিয়োগ করা হবে, কাকে বাদ দেওয়া হবে, সবটা পার্থবাবুর নির্দেশেই হতো। এই পরিকল্পনায় যে সরকারি আধিকারিকরা সঙ্গ দিতেন না, তাঁদের সরিয়ে দেওয়া হতো। একবার তো বাড়িতে বৈঠক করেই এমন আধিকারিকদের বদলি করা হয়েছিল। দুর্নীতির পরিকল্পনা এমনভাবে করা হতো, যার ‘পিকচারে’ থাকতেন না পার্থবাবু, এমনটাই দাবি সিবিআই’র।

    এদিনের শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আদালত সূত্রে খবর, পার্থবাবুর আইনজীবী জামিনের পক্ষে সওয়াল করে বলেন, যে আধিকারিকদের কথা সিবিআই বলছে, তাঁদের নাম বাগ কমিটির রিপোর্টে বা সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। বিচার শুরু হওয়ার কোনও সম্ভাবনা নেই। চার্জশিটও সম্পূর্ণ নয়। সিবিআইয়ের আইনজীবী বলেন, শিক্ষার মাধ্যমে সমাজ তৈরি হয়। অযোগ্য শিক্ষকরা নিয়োগ হলে ভবিষ্যৎ প্রজন্ম কী শিখবে? দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারক পার্থবাবুর জামিনের আবেদন খারিজ করে দেন।

    Previous articleফের ৭ বছরের জেল ইমরান ও বুশরার
    Next article দু’বছর ধরে তালা দেওয়ানগঞ্জ পাঠাগারে

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here