Home State পার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল

পার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল

218
0

নিজেস্ব সংবাদদাতা, কলকাতা: অভিযোগ এসএসসি নিয়োগ দুর্নীতি। সেজন্য ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। বৃহস্পতিবার মন্ত্রিত্বের পাশাপাশি দলের সব পদ খোয়ালেন তিনি। মন্ত্রিসভার বৈঠকের পর বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়। এদিন বিকেলে দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক হয়। সেই বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। এই ইস্যুতে শাসকদলকে নিশানা করলেন অভিনেত্রী অপর্ণা সেন।
তিনি ট্যুইটে লেখেন, ভুলে গেলে চলবে না, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এক ঘনিষ্ঠের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা। যা পশ্চিমবঙ্গের দরিদ্রদের শোষণ করে অর্জিত। এখন পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে বের করে দিয়ে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল। এভাবে সবটা ধুয়ে ফেলা যায় না! যাদের থেকে টাকা লুট করা হয়েছে তাদের সুবিধার্থে এই উদ্ধার হওয়া টাকা ব্যবহার করা উচিত।

Previous articleআইনজীবীর পচা গলা দেহ উদ্ধার
Next articleঅভিষেককে নিশানা করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here