মালদহ: এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল চাঁচলে। বছরের শেষ দিনে উৎসবের মেজাজে বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন ওই যুবক। তিনি আর বাড়ি ফেরেননি। পরের দিন সকালে ওই এলাকাতেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, দিলীপ দাস (২৮) নামে ওই যুবককে খুন করা হয়েছে। তাঁদের সন্দেহের তির মৃতের বন্ধুদের দিকে। তাঁরা পুলিসের কাছে লিখিত অভিযোগ জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলেছেন। যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় লোহালক্কড়ের বেচাকেনা করতেন ওই যুবক। ৩১ ডিসেম্বর আচমকা তিনি বন্ধুদের সঙ্গে পিকনিক করার পরিকল্পনা করেন। তবে পরিবারের লোকেরা সেই পরিকল্পনা সম্পর্কে শুরুতে কিছু জানতেন না বলে দাবি করেছেন।