নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৬ আগস্ট: ভরসন্ধ্যায় শহরে যুদ্ধ পরিস্থিতি। পার্ক স্ট্রিটের ভারতীয় মিউজিয়ামের সামনে ঘটল এই ঘটনা। জানা গিয়েছে, পার্ক স্ট্রিটে জাদুঘরের সিআইএসএফ বারাকে ও পুলিসের গাড়ি লক্ষ্য করে লাগাতার গুলি এক সহকর্মীর। বন্দুকবাজ ওই জওয়ানের নাম এ কে মিশ্র। সে সিআইএসএফ-এর ইউনিট হেড বলে জানা যায়। ঘটনার পর সে জাদুঘরের ভিতরে আগ্নেয়াস্ত্র সহ আত্মগোপন করে। এদিকে গুলিতে ক্ষত বিক্ষত হওয়ার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জওয়ানের। আহত হন আরও একজন। মৃতের নাম রঞ্জিত ষঢ়ঙ্গী। তিনি সিআইএসএফ-এর একজন এএসআই ছিলেন। আহত জওয়ানের নাম সুবীর ঘোষ। তিনি সিআইএসএফ-এর হেড কনস্টেবল। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ভারতীয় জাদুঘরের কর্মীরা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশ। জাদুঘর ঘিরে ফেলে পুলিশ ও সিআইএসএফ-এর যৌথ বাহিনী। কিছুক্ষণের মধ্যে বুলেটপ্রুফ জ্যাকেট পরে পর পর ভিতরে প্রবেশ করে বেশ কয়েকটি কমান্ডো বাহিনী। জাদুঘরের গেটের সামনে সশস্ত্র প্রহরায় দাঁড়িয়ে যায় আরও এক কমান্ডো বাহিনী। প্রথমে ঘাতক ওই জওয়ানকে বুঝিয়ে আত্মসমর্পণ করার নিদান দেওয়া হয়। তাতেই কাজ হয়। নিজের ভুল স্বীকার করে নেয় সে। শর্ত সাপেক্ষে আত্মসমর্পণ করে ওই আক্রমণকারী সিআইএসএফ জওয়ান। প্রসঙ্গত উল্লেখ্য, ঘাতক জওয়ান এ কে মিশ্র মানসিক অবসাদে ভুগছিলেন বলে প্রাথমিক অনুমান। এদিন তাঁর সঙ্গে সহকর্মীদের বচসা হয় বলেও সূত্রের খবর। আকস্মিক এই ঘটনায় স্তব্ধ কলকাতা সহ গোটা রাজ্য।