বীরভূম: বীরভূমের কালো পাথর বোঝাই গাড়ি থেকে নাকি রোজ বেআইনিভাবে দুই থেকে তিন কোটি টাকা তোলা হচ্ছে। পুলিসে অভিযোগ জানিয়েও কোন লাভ হচ্ছে না। এমন অভিযোগে এবার সিবিআই তদন্তের দাবি জানিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারীর দাবি, অনুব্রত মণ্ডল জেলবন্দি থাকলেও তাঁর একদল অনুগামী বীরভূমের বিভিন্ন পাথর খাদান থেকে বিপুল অঙ্কের টাকা তুলছে। অভিযোগ—ঝনঝনিয়া সাঁকো, মল্লারপুর, হাজিমারা বাগান, সন্টশাল মোড়, মুরগাবুনি, রামপুরা প্রভৃতি অঞ্চলের খাদানের কালো পাথর বোঝাই গাড়ি থেকে বেআইনিভাবে ওই টাকা তোলা হচ্ছে। সেই টাকা বেনামে বা ঘুরপথে পৌঁছে যাচ্ছে অনুব্রত মণ্ডলের কাছে। মামলায় অভিযোগ করা হয়েছে এমনটাই। চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।