চুঁচুড়া: শাশুড়ি-বউমার লড়াই ঘিরে জোর চর্চা পাণ্ডুয়ার পোঁটবায়। এ লড়াই গৃহযুদ্ধ নয়, রাজনীতির লড়াই। ফলে মতাদর্শগত ফারাকের দিক থেকে দু’পক্ষ বিষয়টিকে দেখছেন। ত্রিস্তর পঞ্চায়েতে কাকি শাশুড়ি দাঁড়িয়েছেন সিপিএমের হয়ে। বউমা বিজেপির প্রার্থী।
পাণ্ডুয়ার শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের পোঁটবা ১১০ নম্বর বুথে বিজেপির প্রার্থী বউমা সোনালি মান্ডি। তাঁর বিপক্ষে দাঁড়িয়েছেন সিপিএমের প্রার্থী শাশুড়ি লক্ষ্মীরানি মান্ডি। দু’জনেরই বলছেন, জয় ছিনিয়ে আনবেন। লক্ষ্মীদেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করে নিজের প্রচার শুরু করেন বউমা। তিনি বলেন, ‘রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও পারিবারিকভাবে আমাদের সম্পর্ক ভালো। তাই ওঁর আশীর্বাদ নিয়ে ভোট প্রচার শুরু করলাম।’ লক্ষ্মীদেবীর বক্তব্য, ‘বউমা তাঁর নিজস্ব মতাদর্শ মত লড়বে। আমি আমার পার্টি লাইন অনুযায়ী চলব। বউমা জিতলে অখুশি হব না। কিন্তু নিজে জিতলে বেশি আনন্দ পাব।’