Home Movies & Entertainment পাঠান দুই দিনে ব্যবসা করল ৩২৫ কোটি

পাঠান দুই দিনে ব্যবসা করল ৩২৫ কোটি

95
0

প্রথম দিনই বক্স অফিসে রেকর্ড গড়ে ফেলল এই ছবি। প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের দাবি ছিল, প্রথম দিন মোট ১০৬ কোটি টাকার বাউন্ডারি ছুঁয়ে হিন্দি সিনেমার ইতিহাসে রেকর্ড তৈরি করছে ‘পাঠান’। শুক্রবার বক্স অফিস অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারে জানিয়েছেন, দ্বিতীয় দিনে বিশ্বেজুড়ে শাহরুখ খানের ছবি ২১৯ কোটি টাকার ব্যবসা করেছে। মাত্র দু’দিনে এটা রেকর্ড সাফল্য। গত বুধবার দেশে পাঁচ হাজার স্ক্রিনে মুক্তি পায় এই ছবি। পরে দর্শকের চাহিদা অনুযায়ী বাড়ানো হয় আরও ৩০০টি স্ক্রিন। সামগ্রিকভাবে বিশ্বজুড়ে ৮ হাজার ৫০০ টি স্ক্রিনে এই মুহূর্তে চলছে ‘পাঠান’ রাজ। চার বছর পর শাহরুখ ঝড়ে মাত সিনে দর্শক। সঙ্গী দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। 

Previous articleকাশ্মীরে ফের তুষার ধস
Next articleচীনের হাত থেকে শিলিগুড়ির ‘চিকেন নেক’ করিডর রক্ষায় প্রস্তুত ভারত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here