পাঠান ছবিতে হিন্দু ধর্মকে অপমানের অভিযোগ

    131
    0

    মুম্বই: লাল সিং চাড্ডার পর এবার “পাঠান”। বলিউডকে কট্টর হিন্দুত্বদের আবার বয়কট। এই নিয়ে উত্তর প্রদেশের জনতার মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি শাহরুখ খানের নতুন সিনেমা “পাঠান”-এর একটি গান মুক্তি পেয়েছে। যেখানে দীপিকা গেরুয়া বস্ত্র পরে নাচছেন।

    সেজন্য বুধবার মধ্যপ্রদেশের ইন্দোরে শাহরুখের কুশপুতুল ও ছবি পোড়ানো হয়। আন্দোলনকারীদের দাবি, ‘বেশরম রঙ’ ও ‘পাঠান’ ছবি দুটোই ব্যান করা হোক। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আমি কেন্দ্র সরকারকে আবেদন জানাচ্ছি, আমাদের রাজ্যে এই ছবি মুক্তির আগে ওই গানের দৃশ্য গুলি ঠিক করা হোক। মন্ত্রীর বক্তব্যের পরেই আন্দোলনে নেমেছে বীর শিবাজী গ্রুপ। আন্দোলনকারীদের দাবি, ওই গানটিতে হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে।

    Previous articleপ্রাচীন দ্রব্যের নামে নকল সোনা বিক্রি
    Next articleযারা মদ পান করবে, তারা মরবেই: নীতীশ কুমার

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here