নয়াদিল্লি: শাহরুখ খানের ‘পাঠান’ দেখতে সিনেমা হলে ভিড় জমাচ্ছেন দর্শকরা। আর এই সুযোগকে কাজ লাগাতে চাইছে নির্বাচন কমিশন। ভোটারদের বুথমুখী করতে বিজ্ঞাপনী প্রচার শুরু হয়েছে। জাতীয় ভোটার দিবস ছিল গত ২৫ জানুয়ারি। দিল্লির জঙ্গপুরার সিনেমা হলে সেই দিন থেকেই পাঠানের বিরতির মাঝে দেখানো হচ্ছে নির্বাচন কমিশনের ‘ম্যায় ভারত হুঁ’ ভিডিও। আপাতত দিল্লিতে শুরু হলেও অন্যান্য রাজ্যেও এই ভিডিও দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। এভাবেই নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনে ভোটদানে উৎসাহিত করার প্রক্রিয়া শুরু করে দিল। সূত্রের খবর, বিশিষ্ট পরিচালক সুভাষ ঘাইকে ‘ম্যায় ভারত হুঁ’ অ্যালবামটি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি যৌথ উদ্যোগে মুম্বইয়ের হুইসলিং উডস ইন্টারন্যাশনাল স্কুল অব মিউজিকের সঙ্গে গানগুলি রচনা ও সুরারোপ করেছেন। ন’জন সেলেব্রিটি গায়ক হিন্দিতে গানগুলি গেয়েছেন। স্থানীয় সঙ্গীতশিল্পীরা আঞ্চলিক ভাষায় গানগুলি গেয়েছেন। কোনও পারিশ্রমিক ছাড়াই এই ভিডিও নির্মাণ করেছেন সুভাষ ঘাই। তবে ভিডিও তৈরির অন্যান্য খরচ বহন করেছে নির্বাচন কমিশন। অ্যালবামে অনিল কাপুর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মোহনলাল, কপিল বোরা, সূর্য, গিপ্পি গ্রেওয়াল, শুভমন গিল, সিদ্ধার্থ মালহোত্রা, আর মাধবন, সুবোধ ভাবে, হর্ষল প্যাটেল, ঈশান কিষান, হার্দিক পাণ্ডিয়া, যুজবেন্দ্র চাহল, সূর্যকুমার ও শ্রেয়স আইয়ার অভিনয় করেছেন।