ওয়াশিংটন: ভারত থেকে পাচার হয়ে চলে গিয়েছিল আন্তর্জাতিক চোরাকারবারিদের হাতে। উদ্ধার হওয়া এরকমই শতাধিক প্রাচীন ও দুর্লভ শিল্পসামগ্রী ভারতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল আমেরিকা। শুক্রবার আমেরিকা সফরের শেষদিনে রোনাল্ড রেগন সেন্টারে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোনাল্ড রেগন সেন্টারের অনুষ্ঠানে অনাবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত থেকে চুরি যাওয়া শতাধিক দুর্লভ সামগ্রী আমাদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার সরকার। এই দুর্লভ সামগ্রীগুলি আন্তর্জাতিক বাজারে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে উদ্ধার করা হয়েছে। মার্কিন সরকারের সিদ্ধান্তে আমি খুশি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।