পাকিস্তানের ৮ বালোচ জঙ্গি হত

    43
    0

    ইসলামাবাদ: পাকিস্তানের গদর পোর্টে বালোচ জঙ্গিদের হামলা। বুধবারের এই ঘটনায় গুরুত্বপূর্ণ ওই বন্দর চত্বরে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটানো হয়। যদিও পুলিসের সঙ্গে সংঘর্ষে ৮ হামলাকারীই  মৃত্যু হয়েছে। বন্দরে কর্মরত কারও ক্ষতি হয়নি বলেই পুলিস সূত্রে খবর। গদরের সিনিয়র পুলিস সুপার ক্যাপ্টেন জোহেব মহসিন জানান, ‘আট সশস্ত্র দুষ্কৃতীরই মৃত্যু হয়েছে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।’ তিনি এও জানান, বন্দর চত্বরের ভিতরে প্রবেশের সময়েই জঙ্গিদের গুলি করা হয়। বর্তমানে ওই এলাকায় বিশাল পুলিস ও নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।  

    Previous articleবদায়ুঁতে নাপিতের হাতে দুই নাবালক ভাইয়ের নৃশংস হত্যা, রণক্ষেত্র
    Next articleমোদিকে আমন্ত্রণ পুতিন ও জেলেনস্কির

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here