Home National পাকিস্তানের সিম থেকে হরিয়ানার বিধায়কদের হুমকি, আটক ৬

পাকিস্তানের সিম থেকে হরিয়ানার বিধায়কদের হুমকি, আটক ৬

213
0

নিজস্ব সংবাদদাতা, হরিয়ানা: হরিয়ানার কয়েকজন বিধায়ককে হুমকি ফোন ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যজুড়ে। এই ঘটনায় ৬ জন অভিযুক্তকে আটক করেছে হরিয়ানা সরকার। পাকিস্তানের একটি সিম কার্ড ব্যবহার করে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ বলেন, ‘আমাদের এসটিএফ এ বিষয়ে একটি দুর্দান্ত কাজ করেছে। তথ্য অনুসারে, একজন আফগান নাগরিক সিম কার্ডটি এনেছিল। তার আইপি ঠিকানা পাকিস্তানের। এই ঘটনায় আমাদের তদন্তকারী দল বিভিন্ন স্থান থেকে ৬ জনকে আটক করেছে।’

Previous articleদেশের ১৪তম উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর
Next articleইস্টি কুটুমের বাহার যৌবন এখন ফুটন্ত আগ্নেয়গিরি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here