কোয়েট্টা: আজ রবিবার বালুচিস্তানের কোয়েট্টাতে দুপুরে পুলিশের সদর দপ্তরের কাছেই একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পেশোয়ারের বিস্ফোরণের ঘা এখন দগদগে থাকতেই পাকিস্তানে ফের বিস্ফোরণ। এবার বালুচিস্তানের কোয়েট্টাতে এরকম ঘটনার ফলে ৫ জন আহত হয়েছেন। এই সংখ্যা পরে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পাকিস্তান প্রশাসন। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাদের পরিস্থিতি যথেষ্ট আশঙ্কাজনক। তবে এই বিস্ফোরণের লক্ষ্য ছিল পুলিশ কর্মীরা।
এদিকে বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক- ই – তালিবান। এই বিস্ফোরণ স্থলের কাছেই একটি স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। কিন্তু তা কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হয়।