নতুন দিল্লি, ৮ জানুয়ারি: শনিবার এক সাংবাদিক সম্মেলন করে পাঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়া সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র জানান, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়ার বিধানসভা নির্বাচন হবে ১৪ ফেব্রুয়ারী। এই তিনটি রাজ্যের নির্বাচন সম্পন্ন হবে এক দফায়। পাশাপাশি উত্তরপ্রদেশ ও মণিপুরের বিধানসভা নির্বাচন হবে যথাক্রমে ৭ ও ২ দফায়। উত্তর প্রদেশের ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে ১০ ফেব্রুয়ারী থেকে ৭ মার্চ এবং মণিপুরের ভোটগ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ। প্রতিটি রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১০ মার্চ।
চন্দ্র আরও জানান, দেশের মোট ১৮.৩৪ কোটি ভোটদাতা এই ভোট উৎসবে অংশগ্রহণ করবেন। তার মধ্যে ৮.৫৫ কোটি মহিলা এবং ২৪.৯ লক্ষ নতুন ভোটদাতা এই ভোট উৎসবে অংশ নেবেন। তবে কমিশনের তরফে জানানো হয়েছে, মহামারীর কারণে ৮০ উর্ধ্ব বয়স্ক ব্যক্তিদের ভোটগ্রহণ পোস্টাল ব্যালটের মাধ্যমে হবে। এই বিধানসভা নির্বাচনে ৬৯০টি আসনের প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে।