জলপাইগুড়ি, ১৯শে ডিসেম্বর: পাঁচ দফা দাবি নিয়ে শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে বিক্ষোভ সভা করে প্রধানের নিকট স্মারকলিপি প্রদান করল সিপিআইএম সদর দক্ষিণ-পূর্ব এরিয়া কমিটি। এই দাবিগুলি হল- সরকারি নিয়ম মেনে আবাস যোজনার ঘর প্রদান, খসড়া তালিকা প্রস্তুতের আগে গ্রাম পঞ্চায়েত স্তরে তালিকা প্রকাশ, আবাস যোজনার কাজ সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা, ১০০ দিনের কাজের সুদ সহ বকেয়া মজুরি প্রদান, অবিলম্বে ১০০ দিনের কাজ প্রদান, অক্ষম, বিধবা ও বৃদ্ধদের সঠিক সময়ে ভাতা প্রদান ও নতুন ভাতা প্রাপকদের নাম নথিভুক্ত করার ব্যবস্থা করা, পরিকাঠামো উন্নয়নের অর্থ সঠিকভাবে ব্যবহার করে এলাকার রাস্তাঘাট সহ অন্যান্য পরিকাঠামোগত উন্নয়ন সাধন করা।
সোমবার দুপুরে গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে এলাকার মানুষকে নিয়ে কিছুক্ষণ হলদিবাড়ি জলপাইগুড়ি পথ অবরোধ করেন পার্টি নেতৃত্বরা। বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন পার্টি নেতা বাদল গুহ, বক্তব্য রাখেন পার্টির দায়িত্বপ্রাপ্ত জেলা সম্পাদক পীযূষ মিশ্র, পার্টি নেতা পরিমল কিরণ রায়, রাখী বর্মন, যুব নেতা অঞ্জন সেন, প্রদীপ দাস, রাজীব ভট্টাচার্য সদর দক্ষিণ পূর্ব এরিয়া সম্পাদক সুবীর রায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। স্মারকলিপি প্রদান প্রসঙ্গে সদর দক্ষিণ-পূর্ব এরিয়া কমিটির সম্পাদক সুবীর রায় জানান, সমগ্র রাজ্যজুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ তালিকায় বহু মানুষের নাম নথিভুক্ত হয়েছে। যাঁরা ঘর পাওয়ার যোগ্য নয়। আর যাঁদের প্রকৃত ঘরের প্রয়োজন তাঁরা বঞ্চিত হয়েছেন। গোটা রাজ্য জুড়ে তৃণমূল ও বিজেপি মানুষের এই অধিকার হরণ করেছে।
ঘর পাওয়ার যোগ্য কোনও ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়া চলবে না। সমস্ত গৃহহীনদের প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর প্রদানের বন্দোবস্ত করতে হবে। এই দাবিসহ ১০০ দিনের বকেয়া মজুরি প্রদান, পরিকাঠামো উন্নয়নের টাকা নয় ছয় না করে সঠিকভাবে গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট, পথবাতি, পানীয় জলের বন্দোবস্ত করা, বায়োমেট্রিক পদ্ধতিতে বঞ্চিত রেশন গ্রাহকদের অবিলম্বে রেশন প্রদান সহ বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আমরা খড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের নিকট স্মারকলিপি প্রদান করতে এসেছি।
আমরা আশা রাখি, প্রধান বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের দুঃখ-দুর্দশার কথা মাথায় রেখে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। বিক্ষোভ সভা, পথ অবরোধ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী ঘিরে খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নেতারা জানান, খড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দুজনেই স্মারকলিপি গ্রহণের সময় উপস্থিত ছিলেন। আবাস যোজনার ঘর দেওয়ার ক্ষেত্র সহ বেশ কিছু বিষয় তাঁরা তাঁদের কাজের খামতির কথা স্বীকার করে করেছেন। স্মারকলিপির বিষয়গুলি তাঁরা গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।